ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, মার্চ ১৪, ২০২৪
মানিকগঞ্জে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় ঢাকামুখী ট্রাকের চাপায় কাউসার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

 

কাউসার হোসেন জেলার সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকার আব্দুর রহমানের ছেলে। সে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।  

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।