ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
সৈয়দপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে জীবন ওরফে জাহিদুল ইসলাম নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গোপন তথ্যের ভিত্তিতে সৈয়দপুর শহরের সুড়কি মহল্লা থেকে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার জীবন ওরফে জাহিদুল সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকশাপাড়ার সিদ্দিক হোসেনের ছেলে।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, জয়পুরহাটের পাঁচবিবি থানার মামলা নম্বর-৪৫, জিআর নম্বর ৭৪৮/১৯ এবং ট্রাইব্যুনাল মামলা নম্বর ৭১/২০ ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বিএর ১(বি)/২৫ ডি মামলায় অতিরিক্ত জেলা দায়রা জজ, দ্বিতীয় আদালত, জয়পুরহাট আদালত থেকে গ্রেপ্তারকৃত আসামি জীবন ওরফে জাহিদুল ইসলামকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দণ্ড দেন। সেই থেকে আসামি পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সৈয়দপুর শহরের সুড়কি মহল্লা থেকে ২ এপ্রিল রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩ এপ্রিল) জীবন ওরফে জাহিদুলকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।