ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীর বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ার খবর পাচ্ছে ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মে ২৭, ২০২৪
রাজধানীর বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ার খবর পাচ্ছে ফায়ার সার্ভিস

ঢাকা: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টির পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। এ ঝোড়ো হওয়ার কারণে রাজধানীর বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়া কিংবা উপড়ে পড়ার সংবাদ পাচ্ছে ফায়ার সার্ভিস।

ঢাকা শহরের ২৮টি ফায়ার স্টেশন থেকে গাছ সরানোর কাজ চলছে।

সোমবার (২৭ মে) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর আব্দুর রহিম এসব তথ্য জানান।

তিনি বলেন, তীব্র ঝোড়ো হওয়ার কারণে ঢাকা শহরের বিভিন্ন স্থানে গাছ পড়ে যাওয়ার সংবাদ পাচ্ছে ফায়ার সার্ভিস। কিছুক্ষণ আগেই দোয়েল চত্বর এলাকায় একটি বড় গাছ উপড়ে পড়ে। সেখানে ফায়ার সার্ভিস কাজ করছে।

অপারেটর আব্দুর রহিম জানান, এখনো পুরো সংখ্যা জানা যায়নি। তবে ২৮টি ফায়ার স্টেশন থেকে একাধিক টিম বিভিন্ন জায়গায় কাজ করছে। এসব ঘটনার হতাহতের সংবাদ এখনো পাওয়া যায়নি। সিটি করপোরেশনও কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।