ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে মারধরের ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যু, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জুন ৭, ২০২৪
জমি নিয়ে মারধরের ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যু, আটক ৩

নীলফামারী: জেলার কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় সুফলা রানী (৭০) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল।  

এর আগে বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত রজনী কান্ত রায়ের স্ত্রী।

আটকরা হলেন- বড় ডুমরিয়া কামারপাড়া গ্রামের সুরজিত চন্দ্র রায়ের স্ত্রী অনিতা রানী রায় (৩৪), বিন্নাকুড়ি রুপচানপাড়া গ্রামের মৃত ললিত চন্দ্র রায়ের স্ত্রী নির্মলা রানী রায় (৬১) ও কেদার চন্দ্র রায়ের ছেলে উজ্জ্বল চন্দ্র রায় (১৯)।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে তারা ট্রাক্টর দিয়ে নিহত সুফলা রানীর জমিতে চাষ করছিলেন। এ সময়ে তারা বিষয়টি দেখতে পেয়ে বাঁধা দিলে একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে সুফলা রানীসহ দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  

স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সুফলা রানীর মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।