ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে  আহত আরও এক কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, জুন ২০, ২০২৪
শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে 
আহত আরও এক কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত তামিম হোসেন গালিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

বুধবার (১৯ জুন) ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত তামিম হোসেন গালিব উপজেলার গালা ইউনিয়নের চর বর্নিয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে।  

এর আগে মঙ্গলবার (১৮ জুন) সকালে চর বর্নিয়া উত্তরপাড়ার আখের শেখ ও দক্ষিণপাড়ার সায়েম গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে সায়েম গ্রুপের সমর্থক খোদা বক্স মোল্লার ছেলে সানোয়ার হোসেনের (৩৫) মৃত্যু হয়। নিহত কিশোর তামিম হোসেন গালিবও সায়েম গ্রুপের সমর্থক ছিল।

এদিকে সানোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা আনতিরি বেগম বাদী হয়ে ১২৫ জনের নামে মামলা দায়ের করেছেন।  

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন রাতে জানান, সংঘর্ষে আহত কিশোর তামিম হোসেন গালিব পাবনার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আশঙ্কাজনক অবস্থায় বুধবার সকালে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এরই মধ্যে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।