ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় বজ্রপাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
নওগাঁয় বজ্রপাতে যুবক নিহত প্রতীকী ছবি

নওগাঁ: জেলার রাণীনগরে বজ্রপাতে আনোয়ার হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (৩০ জুন) বিকেলে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে বজ্রপাতে হলে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

নিহত আনোয়ারের বাবা সিরাজুল ইসলাম জানান, গ্রামের বাড়ির পাশে দুপুর থেকে জমিজমা মাপজোকের কাজ শুরু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব-দক্ষিণ থেকে কালো মেঘ ধেয়ে আসে এবং ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় পাশেই একটি বাড়ির উঠানে আনোয়ারসহ আরও দুইজন অবস্থান নেন। তখন একটি বজ্রপাত ওই বাড়ির উঠানে পড়লে আনোয়ার নিহত হন এবং অপর দুইজন আহত হন।

স্থানীয় ইউপি (ওয়ার্ড) সদস্য এবাদুল রহমান বলেন, ঘটনার পর হতাহতদের উদ্ধার করে রাণীনগর উপজেলা কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত দুইজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, বজ্রপাতের ঘটনায় আহত দুইজন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহত আনোয়ারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।