ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চৌহালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
চৌহালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান শোকার্ত স্বজনদের সান্ত্বনা দেন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুলাই) দুপুরে বাড়ির পাশের যমুনা নদী থেকে মো. কাউছার (৩) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

কাউছার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল গ্রামের মো. বায়জিদের ছেলে।


এর আগে রোববার (৭ জুলাই) রাতে বাড়ির পাশের পুকুর থেকে মো. মাহিম হোসেন (৫) নামে আরেকটি শিশুর মরদেহ উদ্ধার করেন স্বজনরা। মাহিম হোসেন উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের পশ্চিম কোদালিয়া গ্রামের মো. মজনু মিয়ার ছেলে।  

স্থানীয় ও মৃত শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, নদীর তীরবর্তী এলাকা হওয়ায় তলিয়ে গেছে চৌহালীর বিভিন্ন এলাকা। সোমবার সকালে মা রান্না করছিল। এ সুযোগে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের যমুনা নদীতে চলে যায় কাউছার। বেশ কিছুক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে নদীতে তার মরদেহ পাওয়া যায়।  

অন্যদিকে মাহিম হোসেন বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়৷ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, মৃত দুই শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার সময় বাড়ির শিশুদের বাড়তি নজরে রাখা, সাঁতার শেখানোর পরামর্শ দেওয়াসহ অভিভাবকদের বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।