ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ড্রেজারডুবি: মেঘনায় মিলল ২ শ্রমিকের মরদেহ, খোঁজ নেই ৩ জনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
ড্রেজারডুবি: মেঘনায় মিলল ২ শ্রমিকের মরদেহ, খোঁজ নেই ৩ জনের

ভোলা: ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে একটি ড্রেজার ডুবে চালক, কর্মকর্তাসহ পাঁচজন নিখোঁজের ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থল গাজীপুরচর থেকে বিআইডব্লিউটিএ ডুবিরি দল দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

উদ্ধার করা দুজন হলেন- সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাট গ্রামের বাসিন্দা নুরে আলম (৪১) ও শ্রমিক আরিফুল ইসলাম (২১)। অন্যদিকে নিখোঁজ ব্যক্তিরা হলেন- মো. সিয়াম (২২), হারুনুর রশিদ (৪০) ও মো. তানজিল (২১) নামের তিন শ্রমিক।

ভোলা নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করার পর দুর্ঘটনা কবলিত ড্রেজারের কেবিন থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধারে কাজ চলছে।  

গত রোববার মেঘনার গাজীপুরচর এলাকায় বালু উত্তোলনের সময় পাঁচ শ্রমিক নিয়ে ডুবে যায় একটি ড্রেজার। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। তাদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন গ্রামে।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে নিখোঁজদের স্বজনরা।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।