ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় সাপের ছোবলে নিহত দুই, হাসপাতালে আরও দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
চুয়াডাঙ্গায় সাপের ছোবলে নিহত দুই, হাসপাতালে আরও দুই

চুয়াডাঙ্গা: জেলায় সাপের ছোবলে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া সাপের ছোবলে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ (১২) ও সদর উপজেলার ভুলটিয়া গ্রামের বুলা মিয়ার ছেলে রাজন (১৬)।

এছাড়া আহতরা হলেন- কনিকা (১৭) ও ইভা (২১)।

স্থানীয় ও নিহতদের স্বজনরা জানান, দেবাশিষ ও রাজনকে সপে ছোবল দিলে বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তাদের হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই তাদের মৃত্যু হয়।

এছাড়া সদর উপজেলার পীতম্বরপুর গ্রামের হাসান আলীর মেয়ে কনিকা ও ইভা (২১) নামে আরও এক নারী সাপের ছোবলে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, সাপের ছোবলে আহত রোগীকে হাসপাতালে নেওয়ার পরপরই ভ্যাকসিন দেওয়া হয়। তবে হাসপাতালে আনতে দেরি হলে মৃত্যুর শঙ্কা থেকেই যায়। তাই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।