ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৬

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
নবাবগঞ্জে জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৬ সংগৃহীত ছবি

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর এক নায়েবে আমিরসহ ছাত্র শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আমীনুল ইসলাম।

এর আগে শনিবার বিকেলে উপজেলার কাশিমপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- জামায়াত ইসলামী নবাবগঞ্জ থানা পশ্চিমের নায়েবে আমির মো. হারুন অর রশিদ (৪৯), নবাবগঞ্জ থানার ছাত্র শিবিরের সভাপতি সালাউদ্দিন আমান (২৩), সেক্রেটারি শাহরিয়ার মুরসালিন অনিক (২১), অর্থ বিষয়ক সম্পাদক তামিম ইউসুফ (১৯), সাথী সদস্য জাকির হোসেন (২১) ও তৌফিকুল তাহসিন মাহি ওরফে আবু হুরায়রা (২০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, কোটা আন্দোলনকে ইস্যু করে রাজধানী ঢাকাসহ সারাদেশে নাশকতা চালিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার কাশিমপুর এলাকার শামসুল ইসলাম খানের বাড়িতে কয়েকটি রুম ভাড়া নিয়ে থাকতেন তারা।

পরে গোপন তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে নবাবগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম সেখানে অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর নবাবগঞ্জ থানা পশ্চিমের নায়েবে আমির মো. হারুন অর রশিদসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে অন্যান্য আসামিরা পালিয়ে যায়।

পুলিশ আরও জানান, ঘটনাস্থল থেকে কাচের বোতল দিয়ে তৈরি সাতটি পেট্রোল বোমা, লোহার তৈরি তিনটি শাবল, বাঁশের ১৫টি লাঠি, বিভিন্ন সাইজের নয়টি লোহার রড, দুইটি ল্যাপটপ, ইসলামী উগ্রবাদী লেখা ১৪৬টি বই, একটি পুরাতন মোটরসাইকেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা জেলা দক্ষিণের একটি ব্যানার, নগদ টাকা, বিভিন্ন চাঁদার রশিদ বই, ইটে টুকরার বস্তাসহ বিভিন্ন রেজিস্ট্রার জব্দ করা হয়েছে।  

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।