ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় মন্ত্রী তাজুল ও এমপি বাহারের বাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
কুমিল্লায় মন্ত্রী তাজুল ও এমপি বাহারের বাড়িতে আগুন

কুমিল্লা: কুমিল্লায় আওয়ামী লীগ অফিস, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে আগুন লাগানো হয়েছে। এছাড়া আওয়ামী লীগের কমপক্ষে ১০০ জন নেতাকর্মী বিবির বাজার স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়েছেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও সেনা প্রধানের ভাষণ শুনে কুমিল্লা নগরীতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে।  
রাস্তায় নেমে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে বিজয় মিছিল করে রামঘাট মহানগর আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরবর্তীতে নগরীর মুন্সেফবাড়ি এলাকায় সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলা হয় পুলিশ লাইন্সে।  

এদিকে, কুমিল্লার আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাজী গোলাম সারোয়ার শিপনসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসায় হামলা হয়।  

এছাড়া পুরো জেলায় আওয়ামী লীগের শতাধিক নেতার বাড়ি, তিতাস ও নাঙ্গলকোট থানায় ভাঙচুর করা হয়।  
হামলা ও আগুন লাগানো হয় কুমিল্লা ক্লাবে।  

এদিকে বিবির বাজার স্থল বন্দরের দায়িত্বে থাকা পুলিশের এক কর্মকর্তা জানান, দুপুর থেকে বিবির বাজার স্থল বন্দর দিয়ে আওয়ামী লীগের কমপক্ষে ১০০ নেতাকর্মী ভারতে চলে যান।  

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।