ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২

রংপুর: ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার শঠিবাড়ি এলাকার ড্রিম পেট্রোল পাম্প সংলগ্ন রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী জেলার চারঘাট উপজেলার হলিদাগাজী জায়গীর পাড়ার সেলিম মিয়া (৩০) ও হাশেম মিয়া (৩৮)। আহতদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস শঠিবাড়ি ড্রিম পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটভাঙা একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রলি পীরগঞ্জ উপজেলার বড়দরগা হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে বড় দরগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট আব্দুর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।