ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
শাহজাদপুরে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে শাহজাদপুর পৌর এলাকার পারকোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মেরাজ মণ্ডল (১৯) পারকোলা মহল্লার বরকত মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী অটোরিকশাটি শাহজাদপুর থেকে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছলে পাবনাগামী একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই যাত্রী মেরাজ নিহত হন। এ দুর্ঘটনায় চালকসহ চারজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট দুলাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন নিহত মেরাজের বাড়িতে আছি। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ