ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা শিবিরে গুলিতে একই পরিবারের ৩ সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
রোহিঙ্গা শিবিরে গুলিতে একই পরিবারের ৩ সদস্য নিহত রোহিঙ্গা শিবির। ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা শিবিরে অস্ত্রধারীদের গুলিতে একই পরিবারের তিনজন রোহিঙ্গা নিহত হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন - ক্যাম্প-১৭ এর ১০৪ নম্বর ব্লকের আহমদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা (১৩)।

বিষয়টি  নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন বর্ধিত ক্যাম্প-২০ এর লাল পাহাড় সংলগ্ন এস-৪ ও বি-৭ ব্লক এলাকা দিয়ে ১৫-২০ জন অজ্ঞাত দুষ্কৃতকারী অস্ত্রসহ প্রবেশ করে। এ সময় সন্ত্রাসীরা ওই ব্লকে বসবাসরত আহমদ হোসেন ও তার পরিবারকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। বুকে ও গলায় গুলি লেগে ঘটনাস্থলে দুজন নিহত হয়। পরে আহত অবস্থায় আহমদ হোসেনের মেয়ে আসমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।  

মো. ইকবাল বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, সৈয়দুল আমিন আরসার কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন নিহত রোহিঙ্গা আহমদ হোসেন। এর জেরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে।  

ঘটনার পরে সন্ত্রাসীরা রোহিঙ্গা শিবিরের লাল পাহাড়ের দিয়ে পালিয়ে যায় এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এসবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।