ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
মেহেরপুরে আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

মেহেরপুর: আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দারসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মেহেরপুর পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মেহেরপুর পুলিশ সুপার (এসপি) মাকসুদা আকতার খানম, পিপিএম এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ি জেলার পাংশা উপজেলার সেনপাড়া কালিতলাপাড়া এলাকার ডাকাত দলের সর্দার মো. আলতাফ মণ্ডল (৫৩), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের ডাকাত সর্দার রমজান আলী ও ডাকাতদলের অন্যতম নেতৃত্বস্থানীয় ডাকাত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মো. আসাদুল ইসলাম ওরফে শরিফুল ইসলাম।

পুলিশ সুপার  জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় গাংনী থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও মেহেরপুর জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল পৃথক যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।  

ডাকাত সর্দার মো. আলতাফ মণ্ডলকে গত ৫ নভেম্বর রাতে রাজবাড়ি জেলার পাংশা উপজেলার সেনপাড়া কালিতলা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৭০০ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে আটটি ডাকাতি মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে। গত ৬ নভেম্বর রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া থেকে ডাকাত সর্দার রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি ডাকাতি ও একটি চুরির মামলা রয়েছে।  

এদিকে ডাকাত মো. আসাদুল ইসলাম ওরফে শরিফুল ইসলামকে গত ৭ নভেম্বর রাত ১০টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জিহালা গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।  

এসব ডাকাতদের গ্রেপ্তারের পর গত ৮ নভেম্বর বিজ্ঞ আদালতে পাঠানো হয়। পরে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এসময় মেহেরপুর এডিশনাল এসপি আব্দুল করিমসহ পুলিশের কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।