ঢাকা: ঢাকার কমলাপুর রেলস্টেশনে শ্যামলী (৩০) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরকীয়া সম্পর্কে টানাপোড়েনের জের ধরে কথিত প্রেমিকই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
গত সোমবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের পাশে শ্যামলীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তখন পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাতে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, শ্যামলীর বাড়ি নাটোর জেলায়। তিনি রাজধানীর আজিমপুর এলাকায় বসবাস থাকতেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সুজন নামের এক যুবককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি পাবনা জেলায়। দুজনই পৃথক দুটি সুপার শপের চাকরি করতেন।
ওসির ভাষ্যে, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, সুজন ও শ্যামলীর মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। তারা দুইজনই বিবাহিত। সম্প্রতি সেই সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পর্কের অবনতিতে ঝগড়াঝাটিতে এই হত্যাকাণ্ড ঘটে।
তারা দুজনই রাতে কেন কমলাপুর রেলস্টেশনে গিয়েছিলেন, সে বিষয়গুলো জানার চেষ্টা করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, সুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।
এজেডএস/এইচএ/