ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বনানী সড়ক দেড় ঘণ্টা পর সচল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, আগস্ট ২৬, ২০২৫
বনানী সড়ক দেড় ঘণ্টা পর সচল অবরোধের প্রভাবে সড়কে যানবাহনের চাপ

ঢাকা: বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি সড়ক দেড় ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নেন।

এতে বনানী, মহাখালীসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা বনানী-চেয়ারম্যানবাড়ি সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়। বর্তমানে তারা সড়কের বাইরে বিক্ষোভ করছেন।

ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান জানান, শ্রমিকদের অবরোধের কারণে মহাখালী থেকে বনানী পর্যন্ত যানবাহন চলাচল ব্যাহত হয়। চেয়ারম্যানবাড়ি ইউটার্ন পয়েন্ট অবরোধ থাকায় মহাখালী-উত্তরামুখী রুট সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।  

বেলা ১২টার দিকে পুলিশের অনুরোধে শ্রমিকরা সড়ক ছেড়ে গার্মেন্টসের সামনে গিয়ে অবস্থান নেন বলেও জানান জিয়াউর রহমান।

চলাচল স্বাভাবিক হলেও অবরোধের প্রভাবে সড়কে এখনও যানবাহনের চাপ রয়েছে।

এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।