ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মুহুরী নদীতে সেচ পাম্প বসাতে বিএসএফের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
মুহুরী নদীতে সেচ পাম্প বসাতে বিএসএফের বাধা

ফেনী: ফেনীর মুহুরী নদীতে পানির সেচের পাম্প বসাতে দিচ্ছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কৃষকরা এক সপ্তাহ ধরে চেষ্টা করেও জমি চাষাবাদের জন্য পাম্প চালু করতে পারছেন না।

 

জেলার পরশুরামের মির্জানগর ইউনিয়নের পূর্ব নিজকালিকাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে।

কৃষকরা জানান, পূর্ব ও পশ্চিম নিজকালিকাপুর এলাকার চাষিরা ‘আদর্শ জনকল্যাণ সমিতি’র অধীনে প্রায় ৭০ একর জমিতে গত ৫০ বছর ধরে মুহুরী নদীর পানি সেচ দিয়ে চাষাবাদ করে আসছেন। কিন্তু চলতি মৌসুমে চাষাবাদের জন্য সমিতির পক্ষ থেকে মুহুরী নদীতে পানির পাম্প বসানোর চেষ্টা করলে বিএসএফ বাধা দেয়। স্থানীয় কৃষকরা বিষয়টি নিজকালিকাপুর বিজিবি ক্যাম্পের সদস্যদের অবহিত করেন।

সমিতির ম্যানেজার আবদুল মালেক বলেন, পূর্ব নিজকালিকাপুর এলাকার বাসিন্দারা গত ৫০ বছর ধরে মুহুরী নদীতে পাম্প বসিয়ে সেখানকার পানি সেচ দিয়ে চাষাবাদ করে আসছেন। কিন্তু চলতি মৌসুমে নদীতে পাম্প বসাতে গেলে বিএসএফ বাধা দিচ্ছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বিএসএফের সঙ্গে কথা বলেন।

মোশারফ হোসেন বলেন, স্থানীয় কৃষকরা দীর্ঘদিন ধরে মুহুরী নদীর পানি দিয়ে ওই এলাকার জমি চাষাবাদ করে আসছেন। কিন্তু চলতি মৌসুমে নদীতে পাম্প বসাতে গেলে বিএসএফ বাধা দেয়, বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। আশা করি দু-একদিনের মধ্যে সমাধান হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এসএইচডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।