ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় আসছেন ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
ঢাকায় আসছেন ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার নিকোলা বিয়ার

ঢাকা: ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) তিনদিনের সফরে ঢাকায় আসছেন। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান অংশীদারিত্ব পর্যালোচনা ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ঢাকায় আসছেন তিনি।

সূত্র জানায়, ইআইবি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের মালিকানাধীন বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠান। এটি ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ ব্যাংক হিসেবে কাজ করে। ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন কার্যক্রমের তত্ত্বাবধান করেন।

ঢাকা সফরকালে ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নীতি নির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।