ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা সদরের চেলাছড়াপাড়ায় এ চিকিৎসাসেবা দেওয়া হয়।

 

চিকিৎসাসেবার উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক কর্নেল মো. রাকিবুল ইসলাম।

চেলাছড়াপাড়ায় প্রায় তিন শতাধিক অস্বচ্ছল ও দুস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে চক্ষুসহ বিভিন্ন রোগীদের চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।

এ সময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।