ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় কলেজছাত্রকে হাতুড়িপেটা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
সালথায় কলেজছাত্রকে হাতুড়িপেটা  আহত কলেজছাত্র

ফরিদপুর: ফরিদপুরের সালথায় সাইদুর রহমান শাওন (১৮) নামে এক কলেজছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।  

বুধবার (০৮ জানুয়ারি) সকালে শাওনের বাবা মজনু মাতুব্বর হাতুড়ি পেটার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

 

এর আগে মঙ্গলবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে এ ঘটনা ঘটে।  

একই সময় ধারালো অস্ত্র দিয়ে কলেজছাত্র শাওনের পিঠে কোপ দেওয়া হয় বলে দাবি শাওনের পরিবারের। এ ছাড়াও শাওনের মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়।

আহত শাওন বালিয়াগট্টি বাজার এলাকার মজনু মাতুব্বরের ছেলে ও ফরিদপুর সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।  

শাওনের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, 'সাইদুর রহমান শাওন বালিয়াগট্টি বাজারে তার বাবার দোকান থেকে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক তাকে হাতুড়িপেটা করেন। একই সময়ে তাকে কিল-ঘুষি ও পিঠে ছুরি দিয়ে আঘাত দেওয়া হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।  

আগামী ১২ জানুয়ারি শাওনের এইচএসসি ফাইনাল পরীক্ষা রয়েছে বলে জানিয়েছে তার পরিবার। শাওন আহত থাকায় এখন পরীক্ষা দেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এর আগেও ওই একই বাজারে গত রোববার সাজেদ নামের একজনকে মারধর করা হয়। তার একদিন পর সোমবার একটি চাঁদাবাজি মামলার বাদী ফরিদা বেগমের স্বামী ছাত্তার মাতুব্বর নামে এক বৃদ্ধকে মারধর করা হয়। একইসঙ্গে হত্যার হুমকি দেওয়া হয় চাঁদাবাজি মামলা তুলে নিতে। পরে চাঁদাবাজি মামলার বাদীর পরিবার প্রাণ রক্ষার্থে সালথা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, কলেজছাত্র শাওনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার খবর শুনে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

তিনি বলেন, এছাড়া একটি চাঁদাবাজি মামলার বাদীর স্বামীকে মারধর ও হত্যার হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, কলেজছাত্রকে হাতুড়িপেটাসহ অন্য আরও কয়েকটি ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।