ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

শাহবাগ ছেড়ে শহীদ মিনারে বিডিআর স্বজনরা, যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
শাহবাগ ছেড়ে শহীদ মিনারে বিডিআর স্বজনরা, যান চলাচল স্বাভাবিক

ঢাকা: রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়েছেন কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে বিক্ষোভরত তাদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার  (৯ জানুয়ারি) বেলা ১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর বিকাল সাড়ে ৩টায় তারা অবস্থান ছেড়ে শহীদ মিনারের দিকে যাত্রা করেন।

তারা উঠে যাওয়ায় শাহবাগ মোড়ে যান চলাচল শুরু হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর।  

তিনি বলেন, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছেন ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন। তারা বিকেল সাড়ে ৩টার পর সড়ক ছেড়ে শহীদ মিনার এলাকার দিকে যায়। এখন শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

পিলখানা হত্যাকাণ্ডের মামলায় কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তি, পুনঃতদন্তসহ তিন দফা দাবি পূরণে দ্বিতীয় দিনের মতো এ বিক্ষোভ চলছে।  

পুলিশের বাধায় শাহবাগে বসে পড়েন বিডিআর স্বজনরা

এ তিন দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বুধবার সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন। এরপর বেলা সাড়ে ১২টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান নেন।  

বিডিআর স্বজনদের দাবিগুলো হলো– পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সব বিডিআর সদস্যের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যায়বিচার।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
এমএমআই/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।