ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় এসআই হত্যা: গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
নেত্রকোনায় এসআই হত্যা: গ্রেপ্তার ২

নেত্রকোনা: পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  

পিবিআই বলছে, নেত্রকোনার দুর্গাপুরে এ হত্যা মিশনে এ দুজন জড়িত।

রোববার (১২ জানুয়ারি) পিবিআইয়ের পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, পুলিশের এসআই হত্যার রহস্য উদঘাটনে অন্যান্য সংস্থার পাশাপাশি মাঠে নামে পিবিআই। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে দুর্গাপুরের পৃথক স্থান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন দুর্গাপুর উপজেলার উকিল পাড়ার শমসের আলীর ছেলে সাজিবুল ইসলাম অপূর্ব (২৬) ও দুর্গাপুর দক্ষিণপাড়ার আব্দুর রহমানের ছেলে মো. বাকি বিল্লাহ (২৬)।  

এর আগে গত ৯ জানুয়ারি সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের পানমহল এলাকায় তিন-চারজন অস্ত্রধারী যুবক ধারালো অস্ত্র দিয়ে এসআই শফিকুল ইসলামকে কুপিয়ে পালিয়ে যান। এ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শফিকুল জামালপুরে কর্মরত ছিলেন।  

স্থানীয় লোকজন ও স্বজনরা জানান, এসআই শফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ছুটিতে বাড়ি এসেছিলেন শফিকুল। কথা ছিল, পরিবার নিয়ে ময়মনসিংহে বাসা নিয়ে থাকার। কিন্তু তা আর হলো না।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।