ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা সংগৃহীত ছবি।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে এসব সহায়তা প্রদান করা হয়।

 

এসময় মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, নবাগত জোন কমান্ডার লে. কর্নেল কৌশিক জাহানসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
সহায়তার মধ্যে রয়েছে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, বিভিন্ন প্রতিষ্ঠান সরঞ্জাম বিতরণ করা হয়।  

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।