ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে চাকুসহ দুই ছিনতাইকারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
সিলেটে চাকুসহ দুই ছিনতাইকারী আটক

সিলেট: সিলেটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ চিহ্নিত দুই ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

রোববার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কাস্টঘর সুইপার পট্টি ভাঙ্গা বিল্ডিংয়ের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-সিলেটের জকিগঞ্জ উপজেলার সিরাজপাড়া গ্রামের এবাদ উদ্দিনের ছেলে সায়েদুল ইসলাম সুমন (৩৫) পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার তারাবুনিয়া গ্রামের সালাম মোল্লার ছেলে বর্তমানে রাজধানী ঢাকার উত্তর বাড্ডার আতা মিয়ার বাড়ি আলীর মোড় এলাকার বাসিন্দা মোহাম্মদ জুয়েল বাবু (৩২)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকরা সুইপার পট্টির বিপরীত পাশে ভাঙ্গা বিল্ডিংয়ের ভেতরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার ফাঁড়ি পুলিশ।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাই মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।