ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ছাত্রদের আন্দোলনের বিষয় নিয়ে সরকারি সংস্থা কাজ করছে: সৈয়দা রিজওয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৯:০৭ পিএম, জানুয়ারি ২৭, ২০২৫
ছাত্রদের আন্দোলনের বিষয় নিয়ে সরকারি সংস্থা কাজ করছে: সৈয়দা রিজওয়ানা কথা বলছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ফরিদপুর: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ছাত্রদের আন্দোলনের বিষয় নিয়ে সরকারি সংস্থা কাজ করছে। তারা তদন্ত করে বের করবে, এগুলো উসকানিমূলক ছিল কি না।

এটা মেডিকেট করার আর কোনো উপায় ছিল কি না। আমরা সবাইকে আহ্বান করব, ধৈর্য ধরার জন্য।

ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটের ৫৫তম পরিচালনা বোর্ডের সভা শেষে সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এ উপদেষ্টা।  

নদী থেকে বালু উত্তোলন একটি বড় সমস্যা উল্লেখ করে উপদেষ্টা রিজওয়ানা বলেন, সব সময় বিভিন্ন প্রভাবশালীরা দখলদারিত্ব নিয়ে ব্যস্ত থাকেন। আর গবেষণার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সরকারের সহযোগিতা করা উচিত। বাজেটে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত না হলেও বরাদ্দ কিছুটা বাড়ানোর চেষ্টা করব।

পানি সম্পদ মন্ত্রণালয়ের এ উপদেষ্টা বলেন, দেশে বহু নদী ছিল, যা ধীরে ধীরে নাব্যতা সংকটসহ নানা কারণে মারা যাচ্ছে। নদী গবেষণা একটি বড় প্রতিষ্ঠান। নদ-নদী সংক্রান্ত বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, কমিশন গঠন হচ্ছে, অথচ তাদের জন্য বিগত দিনে যে বরাদ্দ ছিল তাতে ভালো কোনো গবেষণা সম্ভব নয় বলে আফসোস করেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এএটি

বাংলাদেশ সময়: ৯:০৭ পিএম, জানুয়ারি ২৭, ২০২৫ / এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।