ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নতুন কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নতুন কমিটি মো. বাদিউল কবীর ও নিজাম উদ্দিন আহমেদ

ঢাকা: বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. বাদিউল কবীর সভাপতি ও নিজাম উদ্দিন আহমেদ মহাসচিব নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংযুক্ত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। ১১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর উক্ত সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের বর্তমান চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম।

সভায় সংযুক্ত পরিষদের সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন, সংযুক্ত পরিষদের নয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়।

সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর থেকে আসা ডেলিগেটরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।