ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় বিএল কলেজে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
খুলনায় বিএল কলেজে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।

খুলনা: খুলনার শেখ বাড়ি ও খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের পর এবার সরকারি ব্রজলাল কলেজে (বিএল) বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা খেলার মাঠের পাশে থাকা এ ম্যুরাল ভেঙে ফেলেন।

এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, জ্বালোরে-জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাওসহ বিভিন্ন স্লোগান দেন।

মো. রাকিব হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, দেশে ফ্যাসিবাদীদের যা কিছু আছে সব ভেঙে দেওয়া উচিত। যাতে পরবর্তীতে কেউ ফ্যাসিবাদী আচার-আচরণ করতে ভয় পায়। তাই সারা দেশের মতো খুলনার বিএল কলেজেও শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।