ঢাকা: বর্তমান সরকারের কেউ যদি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত থাকে তাহলে তার উচিত হবে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সেখানে যুক্ত হওয়া।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত ষষ্ঠ কার্য-অধিবেশন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের এ কথা বলেন।
ছাত্রদের নতুন একটি দল আসছে সেখানে উপজেলা পর্যায়ের ছাত্ররা আছেন, সেখানে আপনি আছেন কিনা জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা ইতোমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। যে কেউ ছাত্র প্রতিনিধি হতে পারে, উপদেষ্টাদের কেউ হতে পারে। যেহেতু একটা গণতন্ত্রের ট্রানজেকশন ঘটানোর একটা গুরু দায়িত্ব এ সরকারের আছে। কেউ যদি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত থাকে তাহলে তার উচিত হবে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সেখানে যুক্ত হওয়া।
নতুন দল গঠনের আগেই আমরা শুনতে পাচ্ছি বিভাজনের খবর সেখানে তিনটা গ্রুপ হয়েছে সে বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এ বিষয়ে আমি অবগত নয়, আমি সরকারের দায়িত্বে আছি।
স্থানীয় সরকার নির্বাচন আগে দলীয়ভাবে হতো, এখনো কি সেভাবে হবে না কি অন্য কোনোভাবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সংস্কার কমিশন এ বিষয় নিয়ে কাজ করছে। সংস্কার কমিশনের যে প্রস্তাব আছে সেটা নিয়ে ঐক্যমত কমিশন এটা আলোচনার মাধ্যমে একটা নীতি নির্ধারণ করবে। আমরা সেভাবেই প্রস্তুতি নেবো।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
জিসিজি/আরআইএস