ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাত মাসের জেল এড়াতে আত্মগোপনে ১০ বছর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
সাত মাসের জেল এড়াতে আত্মগোপনে ১০ বছর গ্রেপ্তার মুছা ওরফে বাদল হাওলাদার

ঝালকাঠি: সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর ছিলেন পালিয়ে। কিন্তু শেষ রক্ষা  হয়নি।

অবশেষে ধরা পড়তে হলো পুলিশের হাতে ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদারকে।  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার বাদল ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে।  

নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৪ সালের বরিশাল  কোতোয়ালি মডেল থানায় মাদক ইস্যুতে জেনারেল রেজিস্টার (জিআর) মামলায় তাকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে বিহঙ্গল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।