ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শ্রমিক লীগ নেতা সোহান গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
শ্রমিক লীগ নেতা সোহান গ্রেপ্তার হারিসুর রহমান সোহান

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা তিন মামলার এজাহারভুক্ত আসামি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারিসুর রহমান সোহানকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি টিম।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

সিটিটিসির বরাত দিয়ে ডিসি তালেবুর জানান, সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হারিসুর রহমান সোহান বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।