নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রাজু (৩৫) ও মো. হুমায়ুন (৪০) নামে দুজন নিহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু উপজেলার বাহ্রা ইউনিয়নের তেলেঙ্গা গ্রামের আইয়ুব আলী পত্তনদারের ছেলে ও হুমায়ুন বাহ্রা গ্রামের আরশেদ পত্তনদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে রাজু ও হুমায়ুন মাছ কেনার উদ্দেশে মোটরসাইকেলযোগে বান্দুরা বাজারের আড়তে যাচ্ছিলেন। উপজেলার মহব্বতপুর তালতলা এলাকায় এলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা পড়ে যান। খবর পেয়ে স্থানীয় ও স্বজনরা এগিয়ে আসেন। তবে গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। এ সময় হুমায়ুনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে তারও মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
আরবি