ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
সিলেটে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী, পিকআপ ভ্যানের চালক ও হেলপার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লালাবাজার ঢাকা-সিলেট মহাসড়কের অতিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসাক আলী (৪৬) জেলার বিশ্বনাথ পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের হাবরা এলাকার মৃত আব্দুল ওয়ালীদের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দ্রুতগামী বাসটি মোটরসাইকেল ও পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইসাক আলী মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর দুই আরোহী এবং পিকআপ ভ্যানের চালক ও হেলপার। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনা কবলিত যানবাহন হেফাজতে নিয়েছে। এ ঘটনার পর প্রায় আধা ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।