ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

মতিঝিলে আটক যুবক ফেরারি আসামি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৭:৪৮ পিএম, মার্চ ৪, ২০২৫
মতিঝিলে আটক যুবক ফেরারি আসামি

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকায় ছিনতাই করার প্রাক্কালে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পুলিশ জানতে পারে গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ ৯ মামলা রয়েছে।

এ ঘটনার সময় শরীফকে (২৩) দেশীয় অস্ত্রসহ আবারও গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (৩ মার্চ) মতিঝিল থানার শাপলা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, শাওন আহমেদ খান ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে শাপলা চত্বরের দিকে যাচ্ছিলেন। তারা শাপলা চত্বরের সামনে পৌঁছলে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা ছিনতাইকারী শরীফ মোটরসাইকেল আরোহী শাওনের পেছনের সীটে থাকা তার স্ত্রী সামিয়া আফরোজের স্বর্ণের কানের দুল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকার শুনে মতিঝিল থানার টহলরত পুলিশ দ্রুত এগিয়ে এলে ছিনতাইকারী শরীফ দৌড়ে পালানোর চেষ্টা করে। টহল পুলিশ তাকে ধাওয়া করে তাৎক্ষণিক গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে একটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত শাওনের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত শাওনের বিরুদ্ধে ডিএমপির পল্টন, মুগদা ও রমনাসহ বিভিন্ন থানায় ছিনতাই, চুরি, ডাকাতির মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এজেডএস/এএটি

বাংলাদেশ সময়: ৭:৪৮ পিএম, মার্চ ৪, ২০২৫ / এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।