ঢাকা, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইয়াবাসহ কক্সবাজারের দুই নারী ফেনীতে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, মার্চ ৮, ২০২৫
ইয়াবাসহ কক্সবাজারের দুই নারী ফেনীতে গ্রেপ্তার

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে ১ হাজার ৪০০ ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  

পুলিশ জানায়, শনিবার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে মহাসড়কের ফাজিলপুরে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হচ্ছেন- কক্সবাজার পৌরসভার কলাতলী গ্রামের নুর মোহাম্মদের মেয়ে হামিদা বেগম (২৬), একই গ্রামের করিম উল্লাহর স্ত্রী হাজেরা বেগম (৫২)।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাসে যাত্রী বেশে ওই দুই নারী ইয়াবা নিয়ে ফেনীতে আসছিলেন। তাদের ইয়াবাসহ আটকের পর ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫ 
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।