ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেপ্তার গ্রেপ্তারকৃতরা

চাঁদপুর: চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ মার্চ) বিকেলে গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং সদস্যদের আদালতে পাঠানো হয়।

এর আগে শনিবার (৮ মার্চ) দিনগত রাতে শহরের নাজির পাড়া, দক্ষিণ দাসদী, বঙ্গবন্ধু সড়ক, জামতলা, মুসলিম পাড়া, তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-জুবায়েদ হোসেন (১৯), ইব্রাহিম গাজী (১৯), সাহিদুল ইসলাম প্রকাশ রমজান (১৮), হাসিবুল হাসান প্রকাশ মিরাজ (১৮), আকাশ গাজী (১৯), জুনায়েত সিদ্দিক প্রকাশ আপন (১৮), খালেক সাইফুল প্রকাশ জাহিদ (১৮), আব্দুর রহমান প্রকাশ শাওন (১৯), সাকিবুল ইসলাম প্রকাশ মামুন (১৮), শেখ ফরিদ (২০) ও মো. সাফিন আহম্মেদ (১৮)।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের দিক নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার তত্ত্বাবধানে এসআই মো. আওলাদ হোসেন রিকাবদারের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (৮ মার্চ) দিনগত রাতে শহরের নাজির পাড়া, দক্ষিণ দাসদী, বঙ্গবন্ধু সড়ক, জামতলা, মুসলিম পাড়া, তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১১জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার একটি মামলা দায়ের করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ মূলে আদালতে পাঠানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।