ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

ধনু নদীতে ভেসে উঠল ৩ জনের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
ধনু নদীতে ভেসে উঠল ৩ জনের মরদেহ

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরীর উপজেলার ধনু নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকেল ৩টার দিকে ধনু নদীর নাওটানা এলাকা সংলগ্ন আশালিয়া ঘাট থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ।

নিহত তিনজন হলেন- জেলার আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর এলাকার শহীদ মিয়া (৫৫), কেন্দুয়া উপজেলার বোয়ালবাড়ি এলাকার হৃদয় মিয়া (৩০) ও মদন উপজেলার বাগজান গ্রামের রোকন মিয়া।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, গত শনিবার (৮ মার্চ) খালিয়াজুরীতে ইজারা দেওয়া জলাশয়ের মাছ শিকার করতে গিয়ে রসুলপুর ফেরিঘাট এলাকায় নদী পার হওয়াকে কেন্দ্র করে স্থানীয় জগন্নাথপুর ও রসুলপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় অন্তত শতাধিক পিকআপ ভ্যান, অটোরিকশা, সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। সেই সঙ্গে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তখন মদন উপজেলার রোকন মিয়া, ইয়াছিন মিয়া, আটপাড়ার শহীদ মিয়া ও কেন্দুয়া হৃদয় মিয়াসহ বেশ কয়েকজন নিখোঁজ হন। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে অর্ধশত লোককে আটক করে। আজ নিখোঁজ কয়েকজনের মধ্যে তিনজনের মরদেহ পাওয়া গেল।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।