বগুড়ায় 'বিষাক্ত' অ্যালকোহল পানে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিনে দাঁড়িয়েছে।
শনিবার (২৯ মার্চ) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়৷
এর আগে শুক্রবার (২৮ মার্চ) আরও দুজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া হাজী পাড়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের পালিত ছেলে আওরঙ্গজেব (৩৫), ঠনঠনিয়া বটতলা এলাকার আবু তালেবের ছেলে রাসেল (৩০) ও সনি রায় (৩০) নামে আরেক যুবক।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঠনঠনিয়া বটতলা এলাকার পিলু (৫৬) ৷
জানা গেছে, বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় চারজন একসঙ্গে অ্যালকোহল পান করেন। পরদিন থেকে তারা অসুস্থ হয়ে পড়েন।
জানতে চাইলে হাসপাতালে চিকিৎসাধীন পিলু বলেন, গত ২৭ মার্চ বিকেলে রাসেল শহরের ১ নম্বর রেল ঘুমটি থেকে প্লাস্টিকের বোতলে অ্যালকোহল কিনে আনেন। ওই দিন বিকেলেই চারজন একসঙ্গে অ্যালকোহল পান করেন। পরে রাতেই আমরা অসুস্থ হয়ে পড়ি।
তিনি আরও বলেন, পুলিশের ভয়ে হাসপাতালে ভর্তির সময় ডায়রিয়ায় আক্রান্ত বলে ভর্তি হয়েছি। সনিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করানো হয়।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ( আরএমও) ডা. সাইফুর শাহীন বলেন, 'পিলু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল। ডায়রিয়া এখন নিয়ন্ত্রণে আছে। তবে শ্বাসকষ্ট ও পেটে ব্যথা থাকায় তাকে মেডিসিন বিভাগে স্থানান্তর করা হয়েছে। তিনি এখনও শংকামুক্ত নন। অ্যালকোহল পান করে অসুস্থ কি না তা পরীক্ষার মাধ্যমে জানা যাবে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে আওরঙ্গজেবের পরিবারের একজন জানান, আওরঙ্গজেব ও রাসেল অনেক আগে থেকেই মদ পান করতেন। এরই ধারাবাহিকতায় মদ পান করে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার বিকেলে ৩টার দিকে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আওরঙ্গজেব কাউকে না জানিয়ে বাড়িতে চলে আসে। বিকেল ৫টার পর অসুস্থবোধ করলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যায়। শুক্রবার দিবাগত রাত ৩টার পর রাসেল মারা যায়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যু হয় সনির৷
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মইন উদ্দিন বলেন, মদপানে মৃত্যুর খবর পেয়ে দুইজনের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তারা আগেই মৃতদের দাফন করে ফেলেছেন। এ ঘটনায় আইনগত বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
আরএ