ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের ১৭ হাজার টন খাদ্য সহায়তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের ১৭ হাজার টন খাদ্য সহায়তা

ঢাকা: রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৭ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (২ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, এ সপ্তাহে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৭ হাজার মেট্রিক টন  খাদ্য সহায়তা বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছেছে। আমেরিকান কৃষকদের দ্বারা উৎপাদিত এই খাদ্য বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার অংশ হিসেবে সরবরাহ করা হবে।

মার্কিন দূতাবাস আরও জানায়, রোহিঙ্গাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো নিশ্চিত করার জন্য, আমরা অন্যান্য দাতা এবং আন্তর্জাতিক অংশীদারদের পদক্ষেপ নিতে এবং রোহিঙ্গাদের বোঝা ভাগাভাগি করে নেওয়ার জন্য অতিরিক্ত সংস্থান সরবরাহে উৎসাহিত করি।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।