ঢাকা, শনিবার, ২১ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

চাচাকে লক্ষ্য করে গুলি, লেগেছে ভাতিজির গায়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
চাচাকে লক্ষ্য করে গুলি, লেগেছে ভাতিজির গায়ে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আবিদা নামে ছয় বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বৈদ্দের বাড়ি মোড়ের কাচারি বাড়িতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিশুটি ওই বাড়ির ইব্রাহিমের মেয়ে।  

জানা গেছে, শিশুটির চাচা ওহিদকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। লক্ষ্যভ্রষ্ট হয়ে আবিদার গায়ে লাগে। আবিদাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়।  

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, গুলিবিদ্ধ এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। গুলিটি তার বুকে বিদ্ধ হয়ে বের হয়ে গেছে। অবস্থা গুরুতর। তাই ঢাকায় রেফার্ড করা হয়েছে।

জানা গেছে, একটি সন্ত্রাসী গ্রুপের সাথে শিশু আবিদার পরিবারের পূর্ব বিরোধ চলছিল। তার চাচা ওহিদ ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষে বাড়িতে এলে ওই এলাকার ইউসুফ নামে আরেক ব্যক্তি তাকে হুমকি দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ইউসুফের নেতৃত্বে অস্ত্রধারীরা ওহিদকে লক্ষ্য করে গুলি করলে পাশে থাকা শিশুটি গুলিবিদ্ধ হয়। ওহিদ পালিয়ে যায়।  

এ বিষয়ে জানতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদের মোবাইলফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেনি।  

স্থানীয় দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাসান জাহাঙ্গীর বলেন, ইউসুফ নামে একজনের নেতৃত্বে ৮-১০ জনের সন্ত্রাসী বাহিনী ওই এলাকার ওহিদ নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি শিশুটির গায়ে বিদ্ধ হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।