ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

উদ্যোক্তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
উদ্যোক্তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

বান্দরবান: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, উদ্যোক্তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করে তাদের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে হবে।

 

রোববার (৬ এপ্রিল) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের সভাকক্ষে বান্দরবান পার্বত্য জেলার উদ্যোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।  

এসময় উপদেষ্টা আরও বলেন, আমাদের সমাজের সবাইকে নিয়ে চিন্তা করতে হবে। কে কোন জাতি তা মুখ্য নয়, সবাই মানুষ আর মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। পাহাড়ের পানি সংকট দূর করতে প্রচুর বাঁশ লাগাতে হবে। সেই সঙ্গে বৃক্ষ নিধনরোধ করে পাহাড়ে পানির সমস্যা সমাধানে পার্বত্য জেলা পরিষদকে আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এসময় উপদেষ্টা সমাজের সর্বস্তরে উন্নয়ন পৌঁছে দেওয়া এবং সবার মানসম্মত জীবনধারণ ও সঠিকভাবে মৌলিক চাহিদাগুলো পূরণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

নিজের ভাগ্য উন্নয়নে পরনির্ভরশীলতা ছেড়ে উদ্যোক্তা হিসেবে কাজ করে সমাজে প্রতিষ্ঠিত হতে তরুণ প্রজন্মকে আহ্বান জানান উপদেষ্টা। সেই সঙ্গে তিনি সুশিক্ষায় শিক্ষিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানান।  

এসময় সভায় উদ্যোক্তারা পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, সহজ শর্তে ব্যাংক ঋণ পেতে সরকারের কাছে আহ্বান জানান।

মতবিনিময় সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এদিকে মতবিনিময় সভার আগে পার্বত্য জেলা পরিষদের প্রাঙ্গণে জেলার বিভিন্ন জাতিগোষ্ঠী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে পাহাড়ের বিভিন্ন পোশাক, ব্যাগ, অলংকার ও হাতের তৈরি চিপস এবং মাসরুমসহ বিভিন্ন সামগ্রী নিয়ে বসা কয়েকটি স্টল পরিদর্শন করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।