ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কৃষকদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
কৃষকদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা সভা

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের মাঝের চরে স্থানীয় কৃষকদের নিয়ে অতিরিক্ত সার ও কীটনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (৬ এপ্রিল) দুপুর ১২টায় বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তরিকুল ইসলাম।  

তিনি বলেন, দীর্ঘদিন রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে জমির উর্বরতা কমে যায়, এর প্রভাব পড়ে কৃষি উৎপাদনে। কীটনাশক শুধু জমির জন্য নয়, মানবদেহের জন্যও মারাত্মক ক্ষতিকর। এটি লিভার, কিডনি, স্নায়ুতন্ত্র ও হৃদরোগসহ নানা জটিল রোগের সৃষ্টি করে।

তিনি আরও জানান, অনেক কৃষক সঠিক নিয়ম না জেনে কীটনাশক প্রয়োগ করেন, এর ফলে কৃষক নিজেরাও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। প্রতিরক্ষামূলক পোশাক ছাড়া স্প্রে করায় শরীরে রাসায়নিকের সংস্পর্শ ঘটছে, যা দীর্ঘমেয়াদে বিপজ্জনক।

তরিকুল ইসলাম কৃষকদের জৈব সার ব্যবহারে উৎসাহিত করেন এবং প্রাকৃতিক উপায়ে পোকা দমন পদ্ধতি গ্রহণের পরামর্শ দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার আহ্বায়ক হুজ্জাতুল ইসলাম, সদস্য মো. সোহাগ মিয়া, মোনালিসা আক্তার স্বর্ণা, আশিকুর রহমান, তরিকুল ইসলাম আসিফ, মাহাদি আল মাহি, উদয় সরকারসহ স্থানীয় কৃষক সোলায়ামন মৃধা, ফরিকুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও কৃষকদের সচেতনতায় নিয়মিত এমন কার্যক্রম পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।