ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক জখম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক জখম

খুলনা: খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পলাশ (১৮) নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে।

তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

রোববার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে খুলনা মহানগরীর জাতিসংঘ পার্কে এ হামলার ঘটনা ঘটে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, পলাশকে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরির আঘাতে তার নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন।  

আহত পলাশ খুলনা সদর থানাধীন মতলেবের মোড়ের বাসিন্দা মো. আব্দুল হামিদ খানের ছেলে। এ ঘটনা জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।