ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে ১৪ জনের ওয়ার্কিং গ্রুপ গঠন: রিজওয়ানা হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, আগস্ট ২৮, ২০২৫
প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে ১৪ জনের ওয়ার্কিং গ্রুপ গঠন: রিজওয়ানা হাসান কথা বলছেন রিজওয়ানা হাসান

ঢাকা: বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে ১৪ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

একই সঙ্গে, সরকার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি আন্দোলন করে জনদুর্ভোগ না সৃষ্টির আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের সভাপতিত্বে ‘প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্তে গঠিত কমিটি’র প্রথম সভা শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে ১৪ জনের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। যেখানে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের প্রতিনিধিসহ জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও থাকবেন। আজ থেকেই তারা কাজ শুরু করেছেন। সবার বক্তব্য তারা শুনবেন।

তিনি বলেন, কমিটি কেমন করে কাজ করবে, আজকে আমরা সেটা ঠিক করেছি। যে সমস্যাগুলো এসেছে, সেগুলো আসলে আজকের সমস্যা নয়—এগুলো বহুদিন আগের সমস্যা। তাই এগুলো সমাধান করতে হলে সকলের সঙ্গে আমাদের পরামর্শ করতে হবে। সেজন্য আমরা একটি ওয়ার্কিং গ্রুপ করে দিয়েছি। সেই ওয়ার্কিং গ্রুপে মোট ১৪ জন প্রতিনিধি থাকবেন। যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ার রিক্রুট করা হয়, সেই সংস্থাপ্রধানরা এ কমিটিতে থাকবেন। একই সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও চারজন প্রতিনিধি থাকবেন। মোট ১৪ জনের সমন্বয়ে এটি হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব থাকবে সেখানে।

তিনি বলেন, এ কমিটি ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের বক্তব্যগুলো আগে শুনবেন। পরবর্তী কার্যদিবসে তাদের বক্তব্যগুলো শুনবেন। বিএসসি বলি আর ডিপ্লোমা বলি-ইঞ্জিনিয়ার সেক্টরে যারা প্রতিনিধিত্বযোগ্য আছেন, যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্য এই কমিটি শুনবে।

সৈয়দা রিজওয়ানা আরও বলেন, অনেক আইনগত বিষয় আছে, সেগুলোর অনেক কাগজপত্র দিয়ে যাওয়া হয়েছে। সেই সবগুলো দেখে তারা আমাদেরকে আবার ব্রিফ করবেন। সেই মোতাবেক আমরা এগোবো।

পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, সকলের কাছে আমাদের একটি অনুরোধ থাকবে-যেহেতু এগুলো অনেক পুরনো বিষয়, তাই আন্দোলন যারা করছেন, তারা যাতে জনদুর্ভোগ সৃষ্টি না করেন। তাদের যা বক্তব্য আছে, সেগুলো লিখিত আকারে... এখন যেহেতু ওয়ার্কিং গ্রুপ হয়েছে, এ ওয়ার্কিং গ্রুপের প্রধান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব—আমরা তার ফোন নম্বর প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেব। তাদের যত বক্তব্য আছে, তাকে জানিয়ে দেবেন। যারা বিভিন্ন বিষয়ে দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছেন, তাদের একটি প্রতিনিধি দল সবসময় আমাদের সঙ্গে বসতে পারেন, ওয়ার্কিং গ্রুপের সঙ্গেও বসতে পারেন।

ওয়ার্কিং গ্রুপ কবে কাজ শুরু করবে-জানতে চাইলে তিনি বলেন, ওয়ার্কিং গ্রুপ কাজ শুরু করে দিয়েছে। হয়তো প্রথম মিটিংটা হবে প্রথম কর্মদিবস, রোববার। তবে ওনারা (আন্দোলনকারী) যখনই মনে করবেন আমাদের সঙ্গে কথা বলা দরকার, বলতে পারবেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের এক মাস সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ, তা সরকার এবং সংশ্লিষ্ট সকলের কাছে পেশ করব।

জিসিজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।