ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সরকার বন্ধ করেনি: উপদেষ্টা মাহফুজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, এপ্রিল ২৯, ২০২৫
দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সরকার বন্ধ করেনি: উপদেষ্টা মাহফুজ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ফাইল ছবি

ঢাকা: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টিভি-কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।

সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।

এদিন বেলা সোয়া ৩টায় দীপ্ত টিভির স্ক্রলে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সব সংবাদ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত। ’

এর আগে সোমবার (২৮ এপ্রিল) সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ব্রিফিংয়ে এক সাংবাদিকের জুলাই গণহত্যার বিষয়ে প্রশ্ন করার প্রেক্ষাপটে দেশজুড়ে আলোচনা তৈরি হয়। অভ্যুত্থানে সক্রিয় অনেকে অভিযোগ করেন, প্রশ্নটি মূলত স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে এবং জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করার চিন্তা থেকে করা হয়েছে।

এই পরিস্থিতিতে দীপ্ত টিভির সংবাদ প্রচার স্থগিতের স্ক্রলটি নতুন আলোচনা তৈরি করে।

এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।