ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পুনর্গঠন, দ্রুত বিচারের আশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, মে ৯, ২০২৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পুনর্গঠন, দ্রুত বিচারের আশা

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পুনর্গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

শুক্রবার (৯ মে, ২০২৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম এক ভিডিও বার্তায় তথ্য জানান।

প্রসিকিউটর তামীম বলেন, এর আগে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করা হলেও ২০১৫ সালের ৩ নভেম্বর এটি বিলুপ্ত করা হয়। দীর্ঘ বিরতির পর আজ আবারও এই ট্রাইব্যুনাল গঠন করা হলো।

তিনি জানান, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের গণহত্যার বিচার বর্তমানে চলমান রয়েছে এবং এর তদন্ত প্রায় শেষ পর্যায়ে।  

ইতোমধ্যে একটি তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন টিমের হাতে এসেছে। আসামি শেখ হাসিনাসহ তৎকালীন মন্ত্রিসভার সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন সদস্যদের তদন্তের কাজও প্রায় সমাপ্তির দিকে বলে জানানো হয়েছে।

প্রসিকিউশন টিম আশা করছে, এই মাসেই বেশ কয়েকটি ফরমাল চার্জ দাখিল করা হতে পারে। এই চার্জ দাখিল হওয়ার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হবে।

গাজী মোনাওয়ার হুসাইন তামীম আরও বলেন, এতগুলো বিচারকার্য একটিমাত্র ট্রাইব্যুনাল দ্বারা পরিচালনা করা বেশ জটিল। এই প্রেক্ষাপটে সরকার আরেকটি ট্রাইব্যুনাল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রসিকিউশন টিমের পক্ষ থেকে তিনি আশা প্রকাশ করেন, দুটি ট্রাইব্যুনাল একসঙ্গে কাজ করলে এবং বিচারকার্য ভাগ করে দেওয়া হলে জনগণ দ্রুত ন্যায়বিচার পাবে। ট্রাইব্যুনাল-২ গঠন করার জন্য তিনি প্রসিকিউশন টিমের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানান।

ইএসএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।