ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৭, মে ১৫, ২০২৫
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত  প্রতীকী

নারায়ণগঞ্জের দেওভোগে সিটি পার্কের ভেতরে শাহাদাৎ (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ মে) দিবাগত রাতে পার্কের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত শাহাদাৎ জিমখানা এলাকার গেসুর ছেলে।

জানা যায়, রাতে পার্কের ভেতরে মাদক নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ হয় বেশ কয়েকজন যুবকের মধ্যে। ঝগড়ার এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত হন শাহাদাৎ। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাদক সেবন ও ব্যবসা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে ছুরিকাঘাতে শাহাদাৎ আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে৷

এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ