ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

মালদ্বীপে ভ্রমণে বিড়ি-সিগারেট সঙ্গে না নিতে বাংলাদেশিদের প্রতি অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, মে ১৮, ২০২৫
মালদ্বীপে ভ্রমণে  বিড়ি-সিগারেট সঙ্গে না নিতে  বাংলাদেশিদের প্রতি অনুরোধ

ঢাকা: মালদ্বীপে যাওয়ার সময় বিড়ি, সিগারেট বা অন্য কোনো প্রকার অবৈধ দ্রব্য সামগ্রী সঙ্গে না নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে সেখানের বাংলাদেশ হাইকমিশন।  

রোববার ( ১৮ মে) হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায়।

এতে উল্লেখ করা হয়, মালদ্বীপে বিড়ি, সিগারেট বা অন্য ধূমপান সংক্রান্ত দ্রব্যের ওপর বিভিন্ন ধরনের বিধি নিষেধ রয়েছে। এ কারণে মালদ্বীপে আসার সময় বিড়ি, সিগারেট বা অন্য কোনো প্রকার অবৈধ দ্রব্য সামগ্রী সঙ্গে না আনার জন্য বিশেষভাবে সতর্ক করা হলো।

এটি মেনে না চললে আপনাকে মালদ্বীপে জেল অথবা বড় অংকের জরিমানার সম্মুখীন হতে হবে। সবাইকে এ বিষয়ে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

টিআর/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।