ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ভারতের মণিপুরে ভূমিকম্প, কাঁপল ঢাকাও

নিউজ ডেস্ক   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৪, মে ২৮, ২০২৫
ভারতের মণিপুরে ভূমিকম্প, কাঁপল ঢাকাও প্রতীকী ছবি

ভারতের মণিপুর রাজ্যে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।  

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলার মৈরাং এলাকার কাছাকাছি। এর কেন্দ্রস্থলের গভীরতা ৪৬ দশমিক ৬ কিলোমিটার।  

অন্যদিকে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র জানায়, মণিপুরে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল চূরাচাঁদপুরে। এর এর কেন্দ্রস্থলের গভীরতা ৪০ কিলোমিটার।

গভীর রাতে ভূমিকম্পে সিলেটও কেঁপেছে। তবে ভূমিকম্পের প্রভাবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  

এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।