দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম অনলাইন জগতে একটা অনন্য নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এর সভাপতি এবং সারাবাংলা ডট নেটের হেড অব নিউজ গোলাম সামদানী ভূইয়া।
মঙ্গলবার (০১ জুলাই) সকালে বাংলানিউজের অফিসে শুভেচ্ছা জানিয়ে প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
বাংলানিউজটোয়েন্টিফোর.কমকে শভেচ্ছা জানিয়ে গোলাম সামদানী ভূইয়া বলেন, আমি বাংলানিউজটোয়েন্টিফোর. কম এর শুরুর দিন থেকেই এই নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত ছিলাম। ২০১০ সালের ১ জুলাই যখন বাংলানিউজ যাত্রা শুরু করে তারও আগে আমি বসুন্ধরা সিটির ক্যাম্প অফিসে যোগদান করি। আমি আনন্দের ও গর্বের সঙ্গে বলবো বাংলানিউজের প্রথম যে লিড নিউজ হয়েছিল সেটা আমার নিউজ ছিল শেয়ারবাজার নিয়ে করা একটি প্রতিবেদন।
তিনি বলেন, বাংলানিউজটোয়েন্টিফোর. কম অনলাইন জগতে একটা অনন্য নজির স্থাপন করেছে। বাংলাদেশের সর্বাধুনিক অনলাইন হিসেবে শুধু দেশে নয় সারা বিশ্বে স্বীকৃত। আমি বাংলানিউজটোয়েন্টিফোর. কম এর সমৃদ্ধি কামনা করছি।
২০১০ সালের ১ জুলাই ‘সংবাদ বিনোদন সারাক্ষণ’ স্লোগানে যাত্রা শুরু করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির (ইডব্লিউএমজিপিএলসি) সংবাদ প্রতিষ্ঠান বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
দেড় দশকের দীর্ঘ পথচলায় বাংলানিউজের সঙ্গী হয়েছেন দেশ-বিদেশের লাখো-কোটি পাঠক ও শুভানুধ্যায়ী। ‘সাহসে ষোলোয়’ আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলানিউজ পরিবারের।
বাংলানিউজ মনে করে, এর প্রাণ ও প্রেরণা পাঠক। বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীরা এর সবসময়ের সঙ্গী। এই শুভলগ্নে তাই বাংলানিউজ বিশেষ করে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চায় সেই পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের।
জিসিজি/আরএ